শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

আমলা নয়, সেবক হন: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ২, ২০২২
আমলা নয়, সেবক হন: প্রধানমন্ত্রী

প্রশাসনের নতুন কর্মকর্তাদের আমলাতান্ত্রিক আচরণ নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বুধবার (২ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সগুলোর সমাপনী এবং প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম হিসেবে মনে করতে হবে।

তিনি বলেন, পাকিস্তান আমলে একজন বাঙালি সেক্রেটারি হওয়ার সুযোগ পায়নি। অথচ জ্ঞানে সবচেয়ে উৎকর্ষ বাঙালিদের বেশি ছিল, তারপরও স্থান পায়নি। একথা মনে রাখতে হবে, একজন সচিব বাঙালি ছিল না। কোনো জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার বাঙালি ছিল না। একজন মাত্র কর্নেল হতে পেরেছিল। সব পদ তারাই দখল করেছিল।

শেখ হাসিনা বলেন, আজ আমরা সবকিছুই হতে পারছি, সেটা দেশ স্বাধীন হয়েছে বলেই। একথা মাথায় রেখে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের ভাগ্যবদলে কাজ করতে হবে।

গ্রাম পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ক্ষুদ্রঋণের বোঝা যেন কাউকে বইতে না হয়, সেজন্য প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে হবে।

করোনা মোকাবিলা করে অর্থনীতি সচল রাখা গেলেও, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে বলেও জানান শেখ হাসিনা। আর সঙ্কট কাটাতে দেন নিজেদের সম্পদের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা।

একজন প্রশাসনিক কর্মকর্তা চাইলে চলমান পরিস্থিতির বড় পরিবর্তন ঘটাতে পারে বলেও জানান সরকার প্রধান।


এ বিভাগের অন্যান্য সংবাদ