মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স ট্রফি: ফেভারিট পাকিস্তান-ভারত দুবাইয়ে ভারতের ক্যাম্প ছাড়লেন মরকেল কিয়েভকে বাদ দিয়ে চুক্তি নয়, ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল! ‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’

আমাকে নিয়ে ট্রল হয়, এটা এনজয় করি: অপু বিশ্বাস

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৪, ২০২২
আমাকে নিয়ে ট্রল হয়, এটা এনজয় করি: অপু বিশ্বাস
আমাকে নিয়ে ট্রল হয়, এটা এনজয় করি আমি: অপু বিশ্বাস (ভিডিও)

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। জনপ্রিয়তা কিংবা খ্যাতির কারণে কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকারও হতে হয় তাকে। তবে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। বরং ট্রলের বিষয়টি এনজয় করেন অপু বিশ্বাস।

সোশ্যাল মিডিয়ায় ট্রল করার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ট্রল আমাকে নিয়েই করবে। এটা তাকে নিয়েই করা হয়, যাকে মানুষ চিনে। আমার পরিবারের কোনো সদস্য বা অন্য কাউকে নিয়ে ট্রল করা হলে তা সেভাবে দেখা হবে না। হয়তো গুটি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

ব্লকবাস্টার হিট ‘নিঃশ্বাস আমার তুমি’ সিনেমার এই নায়িকা বলেন, আমার কাছে মনে হয়— যারা অনেক বেশি ভালো কাজ করছে তাদের নিয়ে ট্রল হয়। আর এটা আমি এনজয় করি। এই ট্রলের মধ্য দিয়ে যদি আমার কোনো ভুল থাকে তা সংশোধন করার চেষ্টা করি আমি। এছাড়া যারা আমাকে নিয়ে নেগেটিভ লেখালেখি করে তাদেরও ধন্যবাদ জানাই। কেননা, তারা নেগেটিভ না লিখলে আমি পজিটিভ কিছু খুঁজে পেতাম না।

প্রয়াত কিংবদন্তি নায়ক রাজ্জাকের বিষয়ে এই চিত্রনায়িকা বলেন, আংকেল (রাজ্জাক) বলতেন, চিত্রনায়িকা মানে (অর্থ) তুমি জানো, আমরা সাদা-কালো স্ক্রিনে কাজ করেছি। তুমি খুব বেশি মেকআপ নেবে না। আংকেলের কাছ থেকে আমি কিছু কিছু টিপস নেতাম। তাকে বলতাম, আংকেল আমি মেকআপ নেব না তা আপনি জানতেন কি করে? তিনি বলতেন, আমি শুধু নায়ক না, নায়িকাদের সৌন্দর্যও ফলো করি।

অপু বিশ্বাস আরও বলেন, আংকেল খুব শেখাতেন। মেকআপ ও অভিনয় সব বিষয়ে পরামর্শ দিতেন। আমি আগে রোমান্টিক কি তা বুঝতাম না। এই অ্যাক্টিংয়ের ডায়ালগ কিভাবে ডেলিভারি দিতে হয় তা জানতাম না। তিনি আমাকে বুঝিয়েছেন। আসলে তিনি আংকেল তো ছিলেন না, বাবা ছিলেন।

সম্প্রতি ঢালিউড কুইন অভিনেত্রী ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈষা খা’ সিনেমার শুটিং শেষ করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী।


এ বিভাগের অন্যান্য সংবাদ