মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

‘আমার ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছে’

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৭, ২০২২

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের মতো বাংলাদেশ দলও সাদা পোষাকের ক্রিকেটে বার বার ধাক্কা খাচ্ছে। মুমিনুল নিজের শেষ দশ ইনিংসে ফিফটি দূরে থাক আট বার আউট হয়েছেন দশের নিচে। তাই বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে টাইগার টেস্ট কাপ্তানের।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন তার অধিনায়কত্ব নয়, ব্যাটিং নিয়ে চিন্তিত তারা। পাপনের ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছেন। আর এসব নিয়ে দুই-একদিনের মধ্যে আলাপে বসবেন।

শুক্রবার (২৭ মে) মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাজে ভাবে পরাজয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। এই সময় তিনি বলেন, ‘এখনো পর্যন্ত মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন।’

‘তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক। আজকে ওর সঙ্গে একটু অল্প সময়ের জন্য বসেছি। সামনে আরও বসবো, কাল-পরশু ওর সাথে বসবো লম্বা আলোচনায়। দেখি আলোচনা করে ও কী মনে করে। আমরা (সমস্যা/সমাধান) বের করে ফেলবো।’

‘মুমিনুল রান পাচ্ছে না, এটা আমাদের কাছে যেমন চিন্তার বিষয় ওর কাছেও তো খারাপ লাগবে। অধিনায়ক যখন রান করতে পারে না, তখন চাপটা কিন্তু অনেক বেশি। আমার ধারণা ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কাল-পরশু বসে খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করে। তারপর আপনাদেরকে নির্দিষ্টভাবে জানাবো।’

মুমিনুলের নেতৃতে বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেছে ১৭ টেস্ট ম্যাচ। যেখানে টাইগারদের পরাজয় ১২ ম্যাচেই। জয় পেয়েছে কেবল তিনটিতে আর ড্র দুইটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ছাড়া বাকি দুই জয়ই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে।


এ বিভাগের অন্যান্য সংবাদ