‘আমার ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ মে ২০২২ ২৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের মতো বাংলাদেশ দলও সাদা পোষাকের ক্রিকেটে বার বার ধাক্কা খাচ্ছে। মুমিনুল নিজের শেষ দশ ইনিংসে ফিফটি দূরে থাক আট বার আউট হয়েছেন দশের নিচে। তাই বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে টাইগার টেস্ট কাপ্তানের।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন তার অধিনায়কত্ব নয়, ব্যাটিং নিয়ে চিন্তিত তারা। পাপনের ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছেন। আর এসব নিয়ে দুই-একদিনের মধ্যে আলাপে বসবেন।

শুক্রবার (২৭ মে) মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাজে ভাবে পরাজয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। এই সময় তিনি বলেন, ‘এখনো পর্যন্ত মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন।’

‘তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক। আজকে ওর সঙ্গে একটু অল্প সময়ের জন্য বসেছি। সামনে আরও বসবো, কাল-পরশু ওর সাথে বসবো লম্বা আলোচনায়। দেখি আলোচনা করে ও কী মনে করে। আমরা (সমস্যা/সমাধান) বের করে ফেলবো।’

‘মুমিনুল রান পাচ্ছে না, এটা আমাদের কাছে যেমন চিন্তার বিষয় ওর কাছেও তো খারাপ লাগবে। অধিনায়ক যখন রান করতে পারে না, তখন চাপটা কিন্তু অনেক বেশি। আমার ধারণা ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কাল-পরশু বসে খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করে। তারপর আপনাদেরকে নির্দিষ্টভাবে জানাবো।’

মুমিনুলের নেতৃতে বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেছে ১৭ টেস্ট ম্যাচ। যেখানে টাইগারদের পরাজয় ১২ ম্যাচেই। জয় পেয়েছে কেবল তিনটিতে আর ড্র দুইটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ছাড়া বাকি দুই জয়ই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

‘আমার ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছে’

আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ মে ২০২২

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের মতো বাংলাদেশ দলও সাদা পোষাকের ক্রিকেটে বার বার ধাক্কা খাচ্ছে। মুমিনুল নিজের শেষ দশ ইনিংসে ফিফটি দূরে থাক আট বার আউট হয়েছেন দশের নিচে। তাই বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে টাইগার টেস্ট কাপ্তানের।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন তার অধিনায়কত্ব নয়, ব্যাটিং নিয়ে চিন্তিত তারা। পাপনের ধারণা মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছেন। আর এসব নিয়ে দুই-একদিনের মধ্যে আলাপে বসবেন।

শুক্রবার (২৭ মে) মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাজে ভাবে পরাজয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। এই সময় তিনি বলেন, ‘এখনো পর্যন্ত মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন।’

‘তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক। আজকে ওর সঙ্গে একটু অল্প সময়ের জন্য বসেছি। সামনে আরও বসবো, কাল-পরশু ওর সাথে বসবো লম্বা আলোচনায়। দেখি আলোচনা করে ও কী মনে করে। আমরা (সমস্যা/সমাধান) বের করে ফেলবো।’

‘মুমিনুল রান পাচ্ছে না, এটা আমাদের কাছে যেমন চিন্তার বিষয় ওর কাছেও তো খারাপ লাগবে। অধিনায়ক যখন রান করতে পারে না, তখন চাপটা কিন্তু অনেক বেশি। আমার ধারণা ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কাল-পরশু বসে খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করে। তারপর আপনাদেরকে নির্দিষ্টভাবে জানাবো।’

মুমিনুলের নেতৃতে বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেছে ১৭ টেস্ট ম্যাচ। যেখানে টাইগারদের পরাজয় ১২ ম্যাচেই। জয় পেয়েছে কেবল তিনটিতে আর ড্র দুইটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ছাড়া বাকি দুই জয়ই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে।