আমার পরিচিত সকলের সঙ্গে ও শুয়েছে

- আপডেট সময় : ০৭:২৭:১৬ অপরাহ্ণ, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ৫৯ বার পড়া হয়েছে
নিজের স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী মান্দানা কারিম। যিনি ইরানি বংশোদ্ভূত। কঙ্গনা রানাওয়াতের রিয়্যালিটি শো লক আপ -এ বন্দি আছেন তিনি। কয়েক সপ্তাহ আগে ওয়ার্ল্ড কার্ড হিসেবে শোতে প্রবেশ করেছেন তিনি। এরই মধ্য়ে জেলে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছেন মান্দানা। সম্প্রতি তার সাবেক স্বামীকে নিয়ে একটা গোপন তথ্য ফাঁস করেছেন এই ইরানিয়ান মডেল তথা অভিনেত্রী।
ব্যবসায়ী গৌরব গুপ্তার সঙ্গে ২০১৭-তে বিয়ে করেন মান্দানা করিমি। কিন্তু ২০২১-এ তাদের বিচ্ছেদ হয়ে যায়। কেন বিচ্ছেদ? রিয়্যালিটি শো লক আপে কারণ জানালেন তিনি। মন্দনা বলেন, ‘আড়াই বছর ধরে আমরা পরস্পরকে ডেট করেছি। এরপর আমরা এনগেজড হই। এরও সাত-আট মাস পর বিয়ে করি। আট মাস আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু তারপর থেকেই সমস্যা শুরু হয়। আমরা আলাদা থাকতে শুরু করি। ২০২১-এ আমাদের বিবাহবিচ্ছেদ হয়।’
মান্দানা জানান ২০১৭ থেকে ২০২১, এই চার বছরের মধ্যে তার এমন কোনও পরিচিত নেই, যার সঙ্গে তার স্বামী শোয়নি। তিনি বলেন, ‘এই চার বছরে আমার পরিচিত সকলের সঙ্গে ও শুয়েছে।’
এরপরও চার বছর ধরে কেন গৌরব গুপ্তার সঙ্গে তিনি বিয়েটা টিকিয়ে রাখলেন? যদিও সেই উত্তর গোপন রাখেন ইরানিয়ান মডেল। লক আপ এর আগে ‘বিগ বস ৯’-এ অংশগ্রহণ করেছিলেন মন্দনা করিমি। তৃতীয় স্থান অধিকার করেন। খবর : জিনিউজ