বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

আমিরাতকে নিয়ে ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্রের নতুন জোট

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৬, ২০২২
আমিরাতকে নিয়ে ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্রের নতুন জোট
আমিরাতকে নিয়ে ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্রের নতুন জোট

সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) নিয়ে ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্র নতুন একটি জোট গঠন করেছে। নতুন এই জোটের নাম দেয়া হয়েছে ‘আইটুইউটু’।

জোটে আইটু বলতে ইন্ডিয়া ও ইসরায়েল এবং ইউটু বলতে ইউএই ও ইউএস’কে বোঝানো হয়েছে।

বুধবার (১৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই জোটের একটি ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসে।

এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে সম্মেলনের ব্যাপারে বলা হয়েছে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নতুন এই জোটকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রচেষ্টা হিসেবে আয়োজন করা হচ্ছে এই শীর্ষ সম্মেলনের।

জানা গেছে, আইটুই্‌উটু গ্রুপের প্রথম ভার্চ্যুয়াল সম্মেলনে বৈশ্বিক খাদ্য-নিরাপত্তা সংকট এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে। এ জন্য আগামী মাসে ভার্চ্যুয়াল সম্মেলনে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এর আগে গত অক্টোবরে ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সময় চার দেশের জোটকে ‘ইন্টারন্যাশনাল ফোরাম ফর ইকোনমিক কো অপারেশ’ বলা হয়েছিল। আর এবার সেই চার দেশেরই রাষ্ট্রপ্রধানরা ‘আইটুইউটু’ সংগঠন গড়ে সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।

প্রসঙ্গত, জো বাইডেনের আগামী ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত মধ্যপ্রাচ্য সফরে থাকার কথা। এই সময়ে সৌদি আরবসহ ইসরায়েল ও পশ্চিম তীর সফরে থাকবেন তিনি। আর এই সময়ের মধ্যেই ‘আইটুইউটু’র সম্মেলন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ