কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগিয়ে অন্যের কণ্ঠস্বর নকল করে অডিও কল করার নাম রোবোকল। এই প্রযুক্তি কাজে লাগিয়ে ভিডিও কলেও কথা বলা হয়। এ নিয়ে উদ্বেগের পর এবার এই রোবোকল নিষিদ্ধ করল আমেরিকা। ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভি বলছে, সম্প্রতি দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) রোবোকল নিষিদ্ধ করে।
কারও ভয়েস ক্লোন করে আমেরিকায় বর্তমানে লাখো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এ নিয়ে অনেকেই অভিযোগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন খোদ এই সংকটে পড়েন। তাঁর কণ্ঠস্বর ব্যবহার করে নাগরিকদের বিভ্রান্ত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুকরণ করে একটি জাল রোবোকল বের হয়। ওই রোবোকলে তাঁকে ভোট না দেওয়ার কথা প্রচার করে একটি গ্রুপ।
এমনভাবে এসব অডিও ও ভিডিও কল করা হয়, যাতে আসল কণ্ঠ ও চেহারার সঙ্গে পার্থক্য খুঁজে পাওয়া যায় না।
মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) বলছে, ‘একটি পরিবারের সদস্য সেজে বাকিদের ফোন করে হেনস্তা করা হচ্ছে। এমনকি নির্বাচনের আগে ভোটারদের ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমরা এ কারণে এই রোবোকলকে নিষিদ্ধ করলাম, আইনের আওতায় আনলাম।’
ভয়েস কলের মাধ্যমে যেকোনো ব্যক্তিতে সহজেই বিশ্বাস করানো যায় বলে জানায় ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। এভাবে পরিবারের কাউকে ফোন করে ইচ্ছেমতো কাজ করিয়ে নেওয়া যাচ্ছে। এতে নিজেদের মধ্যে বাড়ছে দ্বন্দ্ব।
এফসিসি বলছে, জো বাইডেনের কণ্ঠ নকল করে যে জাল ফোনকল করা হয়েছে, এ জন্য এরই মধ্যে একটি প্রতিষ্ঠানকে প্রতিবাদস্বরুপ চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।