শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সংলাপের প্রথম দিনেই বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যার অভিযোগ জাতীয় নাগরিক কমিটির বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা, নতুন মুখ জাফার মায়ামির আরেকটি শিরোপা অঘটনের রাতে মাদ্রিদ-বায়ার্নের হার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি কর দেয়ার রায় প্রত্যাহার জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান সাইবার নিরাপত্তা আইন বাতিল চান বিশেষজ্ঞরা

আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৪
ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকব: বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছে বন্দুক হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বাইডেন বলেন, ‘সাবেক প্রেসিডেন্টের অক্ষত থাকার খবরে আমি স্বস্তি পেয়েছি। আমি অনেকবার বলেছি, আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা বা অন্য কোনো সহিংসতার কোনো স্থান নেই।’

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছেই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার সময় গলফ খেলছিলেন ট্রাম্প।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন।

আমেরিকার সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, বন্দুকধারীর কাছে একে-৪৭–এর মতো রাইফেল ছিল বলে মনে করা হচ্ছে। এই বন্দুকের গুলি বেশ শক্তিশালী।

এর আগে, গত জুলাইয়ে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়। এতে সামান্য আহত হন তিনি। এই হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনের মৃত্যু হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ