মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘ভারতের কারণে উত্তরাঞ্চলের লাখো-কোটি জনগণ দুর্বিষহ জীবন পার করছে’ এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথেই সমাধান: জামায়াত আমির সরকার চাইলে তিস্তায় প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন : রাষ্ট্রদূত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টি নেতাদের সৌজন্য সাক্ষাৎ তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা

আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পূজা চেরি!

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৫, ২০২২

গত ঈদে ‘গলুই’ ও ‘শান’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির। এবার শোনা যাচ্ছে, নতুন প্রোজেক্টের মিটিং করতে আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পূজার নতুন ছবির প্রযোজক আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ী। ওই প্রযোজক আগেও দুটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সব কিছু ঠিক থাকলে আমেরিকায় উড়াল দেবেন পূজা। সেজন্য অবশ্য ভিসা ও আনুষঙ্গিক কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে।

এও জানা যায়, শাকিব খান হতে পারেন পূজার নতুন ছবির নায়ক। আমেরিকায় বসে ওই প্রযোজক এমন প্রস্তুতিই নিচ্ছেন।

আমেরিকায় থাকা ওই প্রযোজক বড় বাজেটের একটি সিনেমা নির্মাণ করতে চাইছেন। ঢালিউডের বেশ কয়েকজন চিত্রনায়িকার সঙ্গে তার সেই সিনেমার ব্যাপারে কথা হয়। কিন্তু শেষ পর্যন্ত পূজার সঙ্গেই সখ্যতা হয় তার।

এদিকে পূজা আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিলেও সিনেমার শুটিং বাংলাদেশেই হবে এমনটা জানা যায়। কারণ সেখানে পুরো সিনেমার শুটিং খরচ অনেক বেশি হবে। সেজন্য গান ও সামান্য কিছু দৃশ্যধারণ হতে পারে আমেরিকায়। সিনেমার বেশির ভাগ শুটিং হবে বাংলাদেশেই।

এ ব্যাপারে পূজার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকী তার মায়ের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ