শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মারা গেলেন ব্যালন ডি’অর জয়ী ফুটবল কিংবদন্তি রোববার থেকে জেঁকে বসতে পারে শীত নির্বাচন নিয়ে বিপরীত মেরুতে সরকার-রাজনৈতিক দল! পিলখানা হত্যাকাণ্ড মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ কাল অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট না করার আহবান পরিবেশ উপদেষ্টার ‘শেখ হাসিনার মতো দুর্নীতিবাজকে আশ্রয় দিয়ে নিশ্চুপ পার্শ্ববর্তী দেশ’ মুক্তিযুদ্ধের সুস্পষ্ট কোনো নির্দেশনা কখনোই শেখ মুজিব দেননি: মান্না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড গাজা-স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন প্রয়োজন: ডব্লিউএইচও শুধু নির্বাচনের জন্য গণ-অভ্যুত্থান হয়নি : নুরুল হক নুর ট্রাম্পকে কড়া জবাব দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ভাতা পাচ্ছেন ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ‘দুর্বল মেডিকেলগুলোকে সবলের সঙ্গে একীভূতকরণের চিন্তা করা হচ্ছে’ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার

আর্মেনিয়ায় বিস্ফোরণে তিন জনের মৃত্যু

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৫, ২০২২
আর্মেনিয়ায় বিস্ফোরণে তিন জনের মৃত্যু

আর্মেনিয়ার রাজধানী ইয়ারাভানের এক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ফলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে তিন জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

প্রাথমিকভাবে প্রাপ্ত খবরে বলা হয়, এ বিস্ফোরণের ঘটনায় সার্মেলুর ওই বাজারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আর্মেনিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।’ এতে তিন জনের মৃত্যু এবং প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়।

তারা আরও জানায়, বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি ভবন ধসে পড়েছে এবং নাম প্রকাশ করা ২৫ জনের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা এ ভবনের ধ্বংসস্তুপের ভিতরে আটকা পড়াবস্থায় থাকতে পারে বলে উল্লেখ করা হয়। এএফপি’র এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, জীবিতদের সন্ধানে সেখানে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ সরানোর কাজে খনন মেশিন ব্যবহার করছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা এ পর্যন্ত ধ্বংস্তুপের ভিতর থেকে জীবিত ১০ জন ও একজনের লাশ উদ্ধার করেছে।
সার্মেলুর এ পাইকারি বাজার স্বাভাবিকভাবে রোববার দুপুরের পর অনেক ব্যস্ত থাকে। সেখানে এই ব্যস্ত সময়ে বিস্ফোরণটি ঘটে।

অগ্নিকান্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই বাজারের আতশবাজির একটি গুদামে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে অগ্নিকা- ঘটেছে কি-না সে ব্যাপারে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি। অগ্নি নির্বাপনের বিভিন সরঞ্জামাদির পাশাপাশি ঘটনাস্থলে মোট ২শ’ দমকল ও হাসপাতাল কর্মী পাঠানো হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ