এতোদিন ইউক্রেনে ‘বিশেষ অভিযানের’ ঘোষণা দিয়ে যুদ্ধ পরিচালনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি যেকোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন পশ্চিমা কয়েকজন কর্মকর্তা।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার জন্য আগামী ৯ মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন।
বুধবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ইতোমধ্যেই ইউক্রেনে সামরিক অভিযানের ৭০ দিন পার হয়ে গেছে। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, ৯ মে পুতিন যুদ্ধ ঘোষণা করলে, পুরো শক্তি কাজে লাগাতে আর কোনো বাধা থাকবে না তার।
ঠিক কী কারণে ৯ মে দিনটাকে বেছে নিলেন, তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে। ৯ মে রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনটিকে রাশিয়া ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। আর এই দিনেই পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে তারা।
প্রসঙ্গত, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৯ মে হিটলারের নাৎসি সেনাদের পরাজিত করেছিল সোভিয়েত ইউনিয়ন বাহিনী। আর সেই থেকেই এই দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে মস্কো।