রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। সম্প্রতি এই মাঠে কলাবাগান থানার নিজস্ব ভবন তোলার জন্য নির্মান কাজ শুরু হলে প্রতিবাদ শুরু করে স্থানীয়রা। এর জেরে প্রতিবাদী এক মা-ছেলেকে থানায় আটক করলে দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
সেই মাঠে মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় কয়েক হাজার মুসল্লি এই মাঠে জামাতে ঈদের নামাজ আদায় করেন। থানার ভবন নির্মানের সময় স্থানীরা দাবি জানিয়েছিল- এই মাঠে প্রতিবছর ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং মৃত ব্যক্তিকে গোসল ও শিশুদের খেলার স্থান হিসেবে ব্যবহৃত হতো। এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থানার ভবন নিমান কাজ স্থগিত করার নির্দেশ দেন।
সরেজমিনে দেখা যায়, ঈদের জামাতকে কেন্দ্র করে মাঠে টানানো হয় সামিয়ানা। বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো। সকাল থেকেই আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাদের সঙ্গে আসে শিশুরাও।
মুসল্লিরা জানায়, করোনার কারণে মাঠটিতে দুই বছর বন্ধ ছিল ঈদের জামাত। এবার এখানে থানা ভবন নির্মাণ হলে আর কখনোই এখানে ঈদের জামাত হতো না এমন আশঙ্কা ছিলো তাদের। তবে শেষ পর্যন্ত মাঠটি মাঠের জায়গায় থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।