সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করবে না মালদ্বীপ: মুইজ্জু বার্সেলোনার দুর্দান্ত জয় ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সাবেক এনবিআর চেয়ারম্যান ও মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২৪
আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ৩

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম নারী শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম রোকেয়া বেগম। তিনি মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সেলাই মেশিন অপারেটর ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, আজ সকালে মাস্কট শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এসময় তারা রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। এসময় উভয়পক্ষের আরও অন্তত তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুটি কারখানার শ্রমিক। সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ অবরোধের কারণে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন আরও একটি কারখানার শ্রমিকরা। এদিকে, দু- একটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের বেশির ভাগ কারখানা চালু রয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ