শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬ কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই : উপদেষ্টা সাখাওয়াত ‘বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেয়া হবে’ পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ আমাদের ঘৃণা করে এমন দেশের সঙ্গে বাণিজ্য নয়: রিজভী ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ আওয়ামী লীগের প্রভাবশালীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বাংলাদেশ নিয়ে ভারতীয় ৪৯ গণমাধ্যমে গুজবের ছড়াছড়ি ‘স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে’ দিল্লি চলো কর্মসূচি ঘিরে আবারও উত্তাল ভারত শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও ভোগ্যপণ্যে নাভিশ্বাস অ্যাটলেটিকোর জয়, ঘরের মাঠে নাপোলির পরাজয় বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে: জ্বালানি উপদেষ্টা পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আসছে ইসরায়েলের ওপর ইইউর নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মে ২৮, ২০২৪
আসছে ইসরায়েলের ওপর ইইউর নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীরা। আয়রাল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই’র বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেছে।

মার্টিন বলেন, ইসরায়েল যদি রাফায় আক্রমণ বন্ধ করার জন্য আইসেজের রায় মেনে না নেয়, তাহলে সম্ভাব্য ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করে ইইউ।

আয়ারল্যান্ড এ নিষেধাজ্ঞা সমর্থন করবে বলেও উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্টিন। তিনি বলেন, ‘ইসরায়েলের কাছ থেকে যদি যুদ্ধ বন্ধে সম্মতি না পাওয়া যায়, তবে আমাদের সব বিকল্পগুলো বিবেচনা করতে হবে।’ এটিই প্রথমবার ইইউর মন্ত্রীরা ‘নিষেধাজ্ঞার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা’ করলেন।

মার্টিন আরও বলেন, যেসব ইসরায়েলি কর্মকর্তা পশ্চিম তীরে সহিংসতা সৃষ্টি ও বসতি স্থাপনকারীদের সহায়তা সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি উত্থাপন করেছেন, বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে আলোচনা করতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করেন। ইউ মন্ত্রীরা সৌদি আরব, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়ে আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল সোমবার ব্রাসেলসে অনানুষ্ঠানিক আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে কীভাবে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা যায়, সে সম্পর্কে একটি যৌথ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

গত সপ্তাহে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে ঘোষণা করেছে, তারা আজ (২৮ মে) থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

অপরদিকে, জাপান ইসরায়েলকে বলেছে, রাফায় হামলা বন্ধ করার জন্য আইসিজের আদেশ বাস্তবায়ন আইনিভাবে বাধ্যতামূলক এবং অবশ্যই তা পালন করা উচিত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, টোকিও গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ দেখতে চায়। আন্তর্জাতিক বিচার আদালতের রায় আন্তর্জাতিক আইনের অনুযায়ী বাধ্যতামূলক এবং যথাযথভাবে পালন করা আবশ্যক৷

এদিকে, রাফার আল-হাশাশিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

হামলার প্রত্যক্ষদর্শী একজন ফিলিস্তিনি আলজাজিরাকে বলেন, ‘এটি একটি নিরাপদ অঞ্চল ছিল। এখানে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় শিবির। হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। আমরা রাস্তায় মানুষ, বাস্তুচ্যুত মানুষ ও বাসিন্দাদের ছুটতে দেখেছি। এখানে কোনো (হামাস) যোদ্ধা বা কিছু ছিল না। এটি একটি নিরাপদ অঞ্চল ছিল!’

রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের একটি শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় এ হামলা চালানো হলো।


এ বিভাগের অন্যান্য সংবাদ