আওয়ামী লীগ সরকারকে আর একতরফা নির্বাচনের খেলা খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। আলাদা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ক্ষমতাসীনদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে পরাজিত করা হবে। বাধা দিয়ে সভা-সমাবেশ বন্ধ করা যাবে না বলেও জানান বিএনপি নেতারা।
বগুড়া জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতায় দেশ ধ্বংসের পথে। বিরোধীদলের আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীনরা হুমকি-ধামকি দিচ্ছে। তবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এবার নির্বাচন হতে দেয়া হবে না বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, আগামী ৫ই নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সমাবেশ বানচাল করতে পরিবহন মালিক সমিতিকে দিয়ে দু’দিনের ধর্মঘট ডেকেছে ক্ষমতাসীনরা।
বরিশালে শনিবারের গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।