মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১২১৮ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন, কারা আছেন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করবে জাপান চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা

আ. লীগ মনে করে জাতীয় পার্টি তাদের ক্রীতদাস : জি এম কাদের

জামালপুর প্রতিনিধি
আপডেট : অক্টোবর ২৯, ২০২২
আ. লীগ মনে করে জাতীয় পার্টি তাদের ক্রীতদাস : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার দেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশ পাচার করছে। প্রতিদিন লুটপাট হচ্ছে দেশের টাকা। বিদ্যুতের অভাবে দেশের কলকারখানা বন্ধ হতে চলেছে। অসংখ্য শ্রমিক চাকরি হারাচ্ছে। দিন দিন মানুষ গরিব হচ্ছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। আর এ পরিবর্তন আসবে জাতীয় পার্টি থেকেই।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের মির্জা আজম অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা হাওয়া ভবনের পরিবর্তন চেয়েছিলাম কিন্তু তা হয়নি। আওয়ামী লীগ মনে করে জাতীয় পার্টি তাদের ক্রীতদাস। আমরা আর কারও নিয়ন্ত্রণে থেকে রাজনীতি করতে চাই না। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিবে।

জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি।

এছাড়াও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ বক্তব্য দেন। পরে জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে মোস্তফা আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন গোলাম মোহাম্মদ কাদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ