আ.লীগ সন্ত্রাস করে বিএনপিকে দুষছে- আমীর খসরু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
বিএনপি নয়, ক্ষমতাসীন দলই আগুন ও লগি বৈঠার সন্ত্রাসের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ সন্ত্রাস করে বিএনপি’র ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
আজ (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামীতে সরকার গঠন করতে পারলে এসব ঘটনার নেপথ্যের কারিগরদের মুখোশ উন্মোচন করার হুঁশিয়ারি দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।