সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: তারেক রহমান এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বাণিজ্য সহযোগিতার আহ্বান আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার: প্রধান উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২৫০ আসামির জামিন আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিয়াকে খুঁজে পাবো: গয়েশ্বর নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যেই ঢুকতে চায় না: সিইসি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ধার্য ‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’ দেশে চাহিদার বিপরীতে ২ শতাংশ চিনিও উৎপাদন হচ্ছে না কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে: শফিকুল আলম ২৬ জানুয়ারির মধ্যে সেনা সরাতে ইসরায়েলকে আলটিমেটাম লেবাননের

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পন্টিং-জয়াবর্ধন

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২২, ২০২২

ইংল্যান্ড টেস্ট দলের কোচ হবার প্রস্তাব ফিরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং ও শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। এমনটাই জানিয়েছেন সদ্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নির্বাচিত হওয়া রব কি।

রব কি দায়িত্ব নেয়ার পর ব্রিটিশ গনমাধ্যমে প্রতিবেদন হয়েছিলো, ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে পন্টিংয়ের প্রতি আগ্রহী ইসিবি। তাই ইংল্যান্ডের লাল বলের কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয় পন্টিংকে।
সাবেক কোচ ক্রিস সিলভারউডের উত্তরসূরি খুঁজতে জোরেশোরে মাঠে নেমেছেন রব কি। কোচ নিয়োগের জন্য এরইমধ্যে বেশ কয়েকজনের সাথে যোগাযোগও করেছেন তিনি। এরমধ্যে ছিলেন পন্টিংও। কিন্তু ইংল্যান্ডের কোচ হতে আগ্রহী নন। তাই এখন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের দিকে চোখ দিয়েছে ইসিবি।

তবে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পন্টিংয়ের মতো ইসিবির কোচ হবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জয়াবর্ধনেও।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজ নিজ দলের হয়ে কোচের দায়িত্ব পালনে ব্যস্ত পন্টিং ও জয়াবর্ধনে। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পালন করছেন জয়াবর্ধনে। আর দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে আছেন পন্টিং।

খুব শীঘ্রই ইংল্যান্ডের টেস্ট দলের কোচ নিয়োগ দিতে চাইছে ইসিবি। ইসিবির পছন্দের তালিকায় এই মুহূর্তে এগিয়ে আছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন।

ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বড় দু’টি দল ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গিবসন। গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের পেসারদের দুই বছর দেখভাল করেছেন গিবসন।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০০৭ থেকে ২০১০ সাল এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ইংল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেন গিবসন। দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ডের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছিলেন গিবসন। সম্প্রতি ইয়র্কশায়ারের সাথে তিন বছরের চুক্তি করেছেন ৫৩ বছর বয়সী গিবসন।


এ বিভাগের অন্যান্য সংবাদ