সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ইংল্যান্ডের জয়ে অস্ট্রেলিয়ার বিদায়

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ৫, ২০২২
ইংল্যান্ডের জয়ে অস্ট্রেলিয়ার বিদায়

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টি-টেয়োন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে চলে গেল ইংল্যান্ড। একইসাথে বিশ্বকাপ থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ৬ উইকেটে ১৪৪ রান করে জয় নিয়ে সেমি-ফাইনালে উঠে ইংল্যান্ড।

দারুণ শুরুর পরও ১৪১ রানে থামতে হলো লঙ্কানদের। ওপেনার নিশাঙ্কা ৬৭ রানের ইনিংস খেললেও লঙ্কান মিডল অর্ডার তেমন সুবিধা করে রান তুলতে পারেনি ইংলিশ বোলারদের সামনে।

দলীয় ৩৯ রানে ক্রিশ ওকসের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন অপর ওপেনার কুশাল মেন্ডিস। ফেরার আগে তিনি করেছিলেন ১৪ বলে ১৮ রান। এরপর ভেঙ্গে যায় লঙ্কান মিডল অর্ডার। ধনঞ্জয়া ডি সিলভা ১১ বলে করেন ৯ রান, চারিথ আসালাঙ্কা ৯ বলে ৮, অধিনায়ক দাসুন সানাকা ৭ বলে ৩ এবং ওয়ানিদু হাসারাঙ্গা করেন ৯ বলে ৯ রান। এরপর চামিকা করুনারত্নে ২ বলে শূন্য করে ফিরলেও ভানুকা রাজাপাকশে করেন ২২ বলে ২২ রান। ফলে দলীয় রান কিছুটা এগিয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার এবং অ্যালেক্স হেলস খেলাটি এগিয়ে নেয়। বাটলার করেন ২৩ বলে ২৮ রান এবং অ্যালেক্স হেলস ৩০ বলে ৪৭ রান করেন। বাটলার ২৮ রান করে আউট হয়ে গেলে এরপর বেন স্টোকস নামেন। তিনি ৩৪ বলে ৩৯ রান করে ইংলিসদের জয় কিছুটা নিশ্চিত করে দেয়। এরপর হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টোন করেন যথাক্রমে ৫ বলে ৪ এবং ৬ বলে ৪ রান। মঈন আলী ৫ বলে ১ , স্যাম কারান ১১ বলে ৬ করেন। শেষে ক্রিস ওকস ৩ বলে ৪ রান করে খেলা জিতে নেয়।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।


এ বিভাগের অন্যান্য সংবাদ