সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১৫, ২০২২

টানা ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৭ সালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব পান রুট। তার অধীনে ইংল্যান্ড খেলেছে ৬৪ ম্যাচ। রুটের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে ২৭ ম্যাচে, হেরেছে ২৬ ম্যাচে। জয় আর হারের সংখ্যাতেও অধিনায়ক রুট অনন্য।

টেস্ট ইতিহাসে এমন টানা ব্যর্থতা ইংল্যান্ডকে কখনো দেখতে হয়নি। টেস্ট ক্রিকেটের সবচেয়ে অভিজাত দলটির এই করুণ অবস্থা দেখে সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা ক্ষেপে গিয়েছিলেন। মূলত তীব্র সমালোচনার মুখেই অবশেষে সরে দাঁড়াতে হলো রুটকে। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর টানা ৫ বছর নেতৃত্ব দিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ইংলিশ ক্রিকেট রুট-যুগের অবসান ঘটলো। রুট বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর আমি ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল এটা। কিন্তু আমি আমি পরিবার ও কাছের মানুষজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি জানি এটাই সঠিক সময়। ‘

রুট ইংল্যান্ড টেস্ট দলকে সবচেয়ে বেশি ম্যাচে (৬৪) নেতৃত্ব দেওয়ার রেকর্ডের মালিক। সেই সঙ্গে ইংলিশদের সবচেয়ে বেশি জয় (২৭) এনে দেওয়া অধিনায়কও তিনি। তার নেতৃত্বে ২০১৮ সালে ঘরের মাঠে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে ভারতকে পরাজিত করেছিল। এরপর দক্ষিণ আফ্রিকায় ৩-১ ব্যবধানে জয় রুটবাহিনী। ২০১১ সালের পর শ্রীলঙ্কার মাটিতে (২০১৮ সালে) টেস্ট সিরিজ জেতা প্রথম ইংলিশ অধিনায়কও তিনি। ২০২১ সালে একই ঘটনার পুনরাবৃত্তিও ঘটে তার নেতৃত্বেই।


এ বিভাগের অন্যান্য সংবাদ