রাশিয়ার ধমক খেয়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসরাইল। বুধবার (১৯ অক্টোবর) রাতে সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়। মূলত রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্ট এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন।
এক টুইট বার্তায় তিনি লেখেন, মনে হচ্ছে কিয়েভের শাসকদের অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে ইসরাইল। এটি হবে অপরিণামদর্শী সিদ্ধান্ত। আমাদের দু’দেশের মধ্যেকার সম্পর্ক এতে সমূলে বিনাশ হবে।’ মেদভেদেভের এমন পোস্টের পর ইসরাইল সরে আসে তাদের সিদ্ধান্ত থেকে।
এর আগে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর পক্ষে সমর্থন করে এক টুইটার পোস্ট করেন ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নাখম্যান শাই।
টুইটে তিনি লিখেছেন, ‘আজ সকালে জানতে পারলাম ইরান রাশিয়ায় ব্যালেস্টিক মিসাইল পাঠাচ্ছে। তাই এই রক্তক্ষয়ী সংঘাতে ইসরাইল কোন পক্ষ নেবে তা নিয়ে আর সংকোচের অবকাশ নেই। ঠিক যেভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলি দিচ্ছে, সেভাবে (ইসরাইল থেকেও) ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়ার সময় এসেছে।’