ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে আবারও রাশিয়া হামলা করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট তার নিয়মিত রাতের ভাষণে দেশবাসীকে এ সতর্কবাণী দেন। চরম বিদ্যুৎ সংকটের আশংকায় রাজধানী কিয়েভের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এদিকে, রুশ অধিকৃত খেরসনের প্রধান তিনটি বৈদ্যুতিক লাইনকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইউক্রেন। এমন দাবি করেছে রুশপন্থী খেরসন কর্তৃপক্ষ। অঞ্চলটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলেও জানিয়েছেন তারা।
অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকট সমাধানে ইউক্রেনকে রাশিয়ার সাথে শান্তিপূর্ণ আলোচনায় বসতে ব্যক্তিগতভাবে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।