ইউক্রেনে গেল ২৪ ঘণ্টায় রাশিয়ার সেনাবাহিনীর বড় ধরনের কোনও অগ্রগতি নেই। যুক্তরাজ্যের গোয়েন্দারা বলছেন, ইউক্রেনের বাধার মুখে হতাশ রুশ বাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচের বরাতে গোয়েন্দারা জানান, মারিউপোলে আজভস্তাল মেটাল ওয়ার্কস-এর ওপর রুশ সেনারা নতুন করে হামলা শুরু করেছে। সেখানে বিশাল ওই শিল্প স্থাপনাটির ওপর রাশিয়ার বিমানবাহিনী হামলা চালাচ্ছে। স্থাপনাটিতে ইউক্রেনের প্রতিরোধ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রুশ বাহিনীর মোকাবিলা করছে।
তবে আরেস্তোভিচের দাবির সপক্ষে নিরপেক্ষ কোনও সূত্র থেকে খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
তবে ঘটনা সত্য হলে এই হামলা রাশিয়ার কৌশল পরিবর্তনের আরেকটি ইঙ্গিত বহন করে। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাদের আজভাস্তাল কমপ্লেক্স বন্ধ করার নির্দেশ দেয়ার বদলে সামরিক অভিযান স্থগিত করেছিলেন।
এদিকে, ব্রিটিশ গোয়েন্দাদের সর্বশেষ খবর মতে, মস্কো এখনো আকাশ কিংবা সমুদ্রে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নি। যদিও রাশিয়া বেশ কিছু সাফল্য দাবি করে বলেছে তাদের বিমানবাহিনী ইউক্রেনের বেশ কিছু সামরিক স্থাপনায় রাতভর হামলা চালিয়েছে।