ইউক্রেনে রাশিয়ার সা¤প্রতিক হামলার মুখে দেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা বিশ্বের ৫০টিরও বেশি দেশ। বুধবার (১২ই অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন দেশগুলো। এর মধ্যে ক্ষপণাস্ত্র ও রাডার সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস। এর আগে যুক্তরাষ্ট্রও একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। আর জার্মানি থেকে উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছেছে।
এদিকে, যুক্তরাজ্য ইউক্রেনের তথ্য সংগ্রহ ও লজিস্টিক সামর্থ বাড়াতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি কয়েকশ’ ড্রোন সরবরাহ করতে যাচ্ছে। এছাড়া দেশটি ইউক্রেনকে আগে সরবরাহ করা ৬৪টি হোইটজার কামানের পর আরও ১৮টি একই ধরনের কামান দিতে যাচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন তার দেশ ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। তবে, কোন ধরনের সমরাস্ত্র দিতে যাচ্ছেন তা উল্লেখ করেননি।
নেদারল্যান্ডস জানিয়েছে তারা ১৫ মিলিয়ন পাউন্ড সমমূল্যের আকাশ প্রতিরক্ষাকারী ক্ষেপনাস্ত্র সরবরাহ করবে। কানাডা দিচ্ছে ৪৭ মিলিয়ন ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম।এর মধ্যে রয়েছে স্যাটেলাইট কমিউনিকেশন ও ড্রোন ক্যামেরা।
ইউক্রেন জানিয়েছে সোমবার ও মঙ্গলবার রাশিয়া ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং জ্বালানি অবকাঠামো ও বেসরকারি স্থাপনায় চালানো হামলায় কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে। প্রথম দিনের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৯ জন।