বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

ইউক্রেনে বেসামরিক নাগরিককে হত্যার কথা স্বীকার রুশ সেনার

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৯, ২০২২

তিন মাস আগে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর, ইউক্রেনের দায়ের করা প্রথম যুদ্ধাপরাধের মামলায় সে দেশের এক নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যার দায় স্বীকার করেছেন ২১ বছর বয়সি এক রুশ সেনা। বুধবার ওই রুশ সেনা নিজের অপরাধ স্বীকার করেন। খবর ভয়েস অব আমেরিকার।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া আক্রমণ শুরু করার চার দিন পর একটি খোলা গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সি এক ইউক্রেনীয়কে মাথায় গুলি করার দায়ে সার্জেন্ট ভাদিম শিশিমারিনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

ইউক্রেনের প্রসিকিউটর-জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা এর আগে জানিয়েছিলেন, তাঁর দপ্তর ৪১ জন রুশ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা প্রস্তুত করছে। এ অপরাধগুলোর মধ্যে রয়েছে—বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা, বেসামরিক নাগরিকদের হত্যা, ধর্ষণ ও লুটপাটের মতো অপরাধ। তবে, ঠিক কত জন রুশ সৈন্য ইউক্রেনের হেফাজতে রয়েছে বা অনুপস্থিতিতে কত জনের বিচার হতে পারে, তা স্পষ্ট নয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভের আদালতে মামলার শুনানিতে, ভেনেডিক্টোভা অভিযোগ করেছেন—সার্জেন্ট শিশিমারিন রাশিয়ার সৈন্যদের একটি দলে ছিলেন। ওই দলটি ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে পালাতে কিয়েভ থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে চুপাখিভকা গ্রামের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল।

প্রসিকিউটর-জেনারেল বলেছেন, পথে রাশিয়ার সৈন্যরা এক ব্যক্তিকে সাইকেল চালিয়ে ফোনে কথা বলতে দেখেছিলেন। ভেনেডিক্টোভার ভাষ্য—লোকটিকে হত্যা করার জন্য শিশিমারিনকে আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু কে এ আদেশ দিয়েছিল, তা তিনি বলেননি।

ভেনেডিক্টোভা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, শিশিমারিন খোলা জানালা দিয়ে তাঁর কালাশনিকভ রাইফেল দিয়ে ভুক্তভোগীর মাথায় গুলি চালিয়েছিলেন। তিনি বলেন, ‘লোকটি তাঁর বাড়ি থেকে মাত্র কয়েক ডজন মিটার দূরে ঘটনাস্থলেই নিহত হয়।’

ইউক্রেনীয় সিকিউরিটি সার্ভিসের রেকর্ড করা একটি সংক্ষিপ্ত ভিডিও অ্যাকাউন্টে শিশিমারিন বলেছেন, ‘আমাকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমি তাকে একটি (রাউন্ড) গুলি করেছিলাম। সে মাটিতে পড়ে যায় এবং আমরা সামনে এগোতে থাকি।’

ভেনেডিক্টোভার অফিস বলেছে, তারা রাশিয়ার সৈন্য, সরকারি কর্মকর্তাসহ ৬০০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ১০ হাজার ৭০০টির বেশি সম্ভাব্য যুদ্ধাপরাধের মামলার তদন্ত করছে। আন্তর্জাতিক কর্তৃপক্ষও রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করছে। একই সঙ্গে মস্কোও ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অপরাধের মামলায় কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, রাশিয়া বেসামরিক নাগরিকদের নিশানা করার কথা অস্বীকার করেছে, বরং ইউক্রেনকেই নৃশংসতার জন্য পালটা অভিযুক্ত করেছে।

অন্যদিকে, ইউক্রেন বলছে, তাদের হাজার হাজার বেসামরিক নাগরিক রাশিয়ার আগ্রাসনে নিহত হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ