ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনের উপর চড়াও হয়েছে রাশিয়া। এরই অংশ হিসেবে এই প্রথম কিয়েভে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্র এ হামলাকে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছে। সঙ্গে আরও জানিয়েছে তারা ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখবে। তবে রাশিয়ার এ হামলা থেকে বাদ যায়নি বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ এবং বেসামরিক স্থাপনা।
অন্যদিকে রাশিয়ার এমন ভয়াবহ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
এদিকে শনিবার ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর তার প্রতিশোধ নিতে ইউক্রেনে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন বলছে, রাশিয়া ৮৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে ৪৩ টিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
হামলার পরপরই ভ্লদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন এ হামলায় ভয় পায় না। বরং এ হামলার ফলে আমরা আরও ঐক্যবদ্ধ হব।
নতুন করে রাশিয়ার চালানো হামলায় ১৪ জন নিহত হয়েছে। এছাড়া বেশকিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পানির সংকট দেখা দিয়েছে।
জেলেনস্কি বলছেন, রাশিয়া নতুন করে রাজধানী কিয়েভে বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না শিশুদের খেলার মাঠ, বিশ্ববিদ্যালয় এবং পার্ক।