রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকদেও বহনকারী গাড়ির চালক নিহত হয়েছেন। এসময় দুই সাংবাদিক আহত হয়েছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভিয়েরোদোনেৎস্ক শহরে শুক্রবার (তেসরা জুন) এই ঘটনা ঘটে।
জানা গেছে, ফটোগ্রাফার আলেকজান্ডার এরমোচেঙ্কো ও ভিডিও চিত্র ধারণকারী ক্যামেরাম্যান পাভেল ক্লিমভ যুদ্ধের খবর সংগ্রহে বের হন। সেভিয়েরোদোনেৎস্ক এবং রুবিঝনে শহরের মধ্যবর্তী এলাকায় তারা দুই বাহিনীর তুমুল লড়াইয়ের মধ্যে পড়েন। এতে গাড়িচালক ঘটনাস্থলেই নিহত হন। রুশ সেনারা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে নিহত গাড়িচালকের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি।
আহত এরমোচেঙ্কো ও ক্লিমভকে রুবিঝনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের দু’জনের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
এ ঘটনায় ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।