ইউক্রেন যুদ্ধের কারণে এশিয়া মহাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিলম্বিত হবে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি।
করোনা মহামারিতে এশিয়ার দেশগুলোর অর্থনীতি বড় ধাক্কা খায়। অর্থনৈতিক পুনরুদ্ধারের যেটুকু সম্ভাবনা ছিল তাও ইউক্রেন যুদ্ধের কারণে ধীরগতিতে এগোচ্ছে। চলতি বছরে এশিয়ার প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল এডিবি। যা ডিসেম্বরের চেয়ে কিছুটা কম। গত বছর একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৯ শতাংশ।
ইউক্রেনে রুশ অভিযানের কারণেও এ অঞ্চলের প্রবৃদ্ধি নিম্নমুখী হয়েছে, যার কারণে বেড়েছে পণ্যের দাম। এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি চীনের প্রবৃদ্ধি চলতি বছর ৫ শতাংশে দাড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। কিন্তু এক বছর আগে তা ছিল ৮ দশমিক ১ শতাংশ।