ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে পৌঁছেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর মঙ্গলবার (৭ই মার্চ) তৃতীয় দফায় দেশটিতে সফরে যান তিনি।
জাতিসংঘের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আন্তোনিও গুতেরেস মঙ্গলবার যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে পৌঁছেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার (আন্তোনিও গুতেরস) আলোচনার বিশদ বিবরণ আমরা আপনাদের দেবো।’ ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামে পরিচিত শস্য রপ্তানি প্রকল্প অব্যাহত রাখার পাশাপাশি অন্য আরো প্রাসঙ্গিক বিষয় নিয়ে বৈঠকে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন আন্তোনিও গুতেরেস। এছাড়া এই সফরের বিষয়ে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়নি।
এর আগে গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর গত বছরের এপ্রিল এবং আগস্টে ইউক্রেনে সফর করেছিলেন গুতেরেস। আর এবার আগ্রাসনের এক বছর পূর্তির পর ইউক্রেনে গুতেরেসের তৃতীয় এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।