শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

ইউক্রেন সীমান্ত নিয়ন্ত্রণে পুতিনের নির্দেশ

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ১, ২০২৩
ইউক্রেন সীমান্ত নিয়ন্ত্রণে পুতিনের নির্দেশ

রাশিয়ায় ড্রোন হামলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্মকর্তাদের ইউক্রেনের সঙ্গে সীমান্ত আরও শক্তভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। প্রতিবেশি দেশ ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসি অভিযান শুরুর এক বছর পর এই ড্রোন হামলা মস্কোর প্রতি এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে রাজধানী থেকে ১০০ কিলোমিটার এলাকার মধ্যে একটি ড্রোন বিধ্বস্ত হয় যা রুশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

প্রেসিডেন্ট পুতিন কোনো সুনির্দিষ্ট হামলার কথা উল্লেখ না করলেও রাজধানী মস্কোয় এক বক্তব্যে ওই ঘটনার এক ঘণ্টা পরে সীমান্তের নিয়ন্ত্রণ আরও কঠোর করতে নির্দেশ দিয়েছেন। ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়। এসময় কর্তৃপক্ষ সেন্ট পিটার্সবার্গের আকাশ পথ বন্ধ করে দেয়।

মঙ্গলবার রাশিয়ার বেশ কয়েকটি টেলিভিশন স্টেশন ক্ষেপনাস্ত্র হামলার হুঁশিয়ারির সংবাদ দেয় তবে রুশ কর্তৃপক্ষ বিষয়টির জন্য হ্যাকিংকে দোষারোপ করেছে।

ড্রোন হামলায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও গত সপ্তাহে যুদ্ধের এক বছর পূর্তিতে রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় আলোড়ন তৈরি করেছে এই ঘটনা।

ইউক্রেন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এর আগেও ড্রোন হামলার বিষয়ে তারা সরাসরি কোনো দায় নেয়নি। কিন্তু ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসনের পর রাশিয়ার যে কোনো স্থানে আঘাত হানার অধিকার তাদের রয়েছে বলে মনে করে কিয়েভ।


এ বিভাগের অন্যান্য সংবাদ