পিএসজি আইন্দহোফেনকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল। বৃহস্পতিবার (২০শে অক্টোবর) রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জার্মান ক্লাব আইন্দহোফেনকে ১-০ গোলে হারায় গানাররা।
চলতি মৌসুমে একরকম উড়ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রিমিয়ার লিগের জয়ের ধারাবাহিকতা তারা ধরে রেখেছে ইউরোপা লিগেও। প্রথম তিন ম্যাচ জিতে এমনিতেই দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রেখেছিল জেসুস-শাকারা। বৃহস্পতিবার ঘরের মাঠে আরো একটি দুর্দান্ত ম্যাচের প্রদর্শনী করেছে তারা।
যদিও পুরো ৯০ মিনিটে তারা দিয়েছে মাত্র একটি গোল। ৭০তম মিনিটে গ্রান্ড শাকা দলের একমাত্র গোলটি করেন। তবে পারফর্ম বিবেচনায় আইন্দহোফেনের চেয়ে বেশ এগিয়ে ছিল আর্সেনাল। গোটা ম্যাচে ২৫ বার আক্রমণের পাশাপাশি আটবার শট নিয়েছে লক্ষ্যে। সেখানে আইন্দহোফেন করেছে মাত্র চারটি আক্রমণ। শট লক্ষ্যে রাখতে পেরেছে কেবল একবার। বল দখলেও এগিয়ে ছিল আর্সেনাল। ম্যাচের ৬২ শতাংশ সময় তাদের পায়েই বল ছিল।
এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে আর্সেনালের। সমান ম্যাচে আইন্দহোফেনের পয়েন্ট ৭ ও বোদোর ৪। এখনো পয়েন্টের দেখা পায়নি জুরিখ।