ইউরোপে করোনা ভাইরাসের আরেকটি ঢেউয়ের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলিক কর্মকর্তারা জানান, এই মহাদেশে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে আগের তুলনায় শনাক্তের হার বেড়েছে ৮ শতাংশ। টিকা নিতে অনীহার কারণে এ অবস্থা বলে জানিয়েছেন সেখানকার বিশেষজ্ঞরা।
এদিকে, বিশ্বজুড়ে করোনার প্রভাবে অন্তত এক কোটি মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য সেবা ও অর্থনীতি ‘বিপর্যস্ত’ হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। এজন্য এই সংকট সমাধানে বিশ্বের সকল দেশের প্রতি যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় চার লাখে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ কোটিরও বেশি মানুষ।