ইউরোপ সফর করছেন সৌদি যুবরাজ

- আপডেট সময় : ০৪:২৬:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুলাই ২০২২ ২২ বার পড়া হয়েছে
২০১৮ সালে সৌদির সাংবাদিক জামাল খাসোগজি হত্যার পর এই প্রথম ইউরোপ সফর করছেন মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে মোহাম্মদ বিন সালমান গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) গ্রিস যান। এর পরে যাবেন ফ্রান্সে।
রাষ্ট্রীয় সফরে গ্রিসে গিয়ে গতকাল দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন সৌদির যুবরাজ। তিনি বলেন, ‘গ্রিসে এসে আমি খুবই আনন্দিত। উষ্ণ অভ্যর্থনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ, যা আমার ও সৌদি আরবের জন্য অনেক গুরুত্ববহ।’
সৌদি যুবরাজের সফরে উভয় দেশের মধ্যে বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ ছাড়া সামরিক ও অর্থনীতি-সংক্রান্ত সহযোগিতার স্মারকও স্বাক্ষর হয়েছে।
গ্রিস সফর শেষে মোহাম্মদ বিন সালমানের ফ্রান্সে যাওয়ার কথা। সৌদি যুবরাজের ফ্রান্স সফরে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে উভয় দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নত করার উপায় নিয়েও আলোচনা হবে। সূত্র: আরব নিউজ