মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

ইউরোর সেরা খেলোয়াড় ইংল্যান্ডের বেথ মিড

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১, ২০২২
ইউরোর সেরা খেলোয়াড় ইংল্যান্ডের বেথ মিড

টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট বিজয়ী ইংলিশ ফরোয়ার্ড বেথ মিড ইউরো ২০২২ চ্যাম্পিয়নশীপের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।
জার্মান অধিনায়ক আলেক্সান্দ্রা পপের সাথে সর্বোচ্চ ৬ গোল করে মিড গোল্ডেন বুট জয় করেন। কিন্তু সেরা খেলোয়াড়ের বিবেচনায় মিড জার্মান তারকা পপকে পিছনে ফেলেছেন। এসিস্টের দিক থেকে পপকে ছাড়িয়ে যাওয়ায় গোল্ডেন বুট শেষ পর্যন্ত ছিনিয়ে নেন আর্সেনালের স্ট্রাইকার মিড। পুরো টুর্ণামেন্টে সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছেন মিড। ম্যাচের ঠিক আগে অনুশীলনে পেশীর ইনজুরিতে পড়ে রোববারের ফাইনাল খেলা হয়নি জার্মান অধিনায়ক পপের। ওয়েম্বলির ফাইনালে মিডের ইংল্যান্ড অতিরিক্ত সময়ে জার্মানীকে ২-১ গোলে পরাজিত করে ঐতিহাসিক শিরোপা জয় করে।
১৯৬৬ সালে ইংল্যান্ডের পুরুষ দল বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এতদিন পর্যন্ত ইংলিশ ফুটবলে এটাই ছিল একমাত্র বড় সাফল্য। ৫৬ বছরের শিরোপা খরা কাটিয়ে এবার নারী দল ইংল্যান্ডকে সফলতা উপহার দিল।
২৭ বছর বয়সী মিড ইংল্যান্ডের ছয় ম্যাচের মধ্যে চারটিতেই গোল করেছেন। গত ১১ জুলাই নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন। অন্যদিকে ৩১ বছর বয়সী অভিজ্ঞ পপ ফাইনালের আগে জার্মানীর পাঁচ ম্যাচের সবকটিতেই গোল করেছেন। এর মধ্যে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ের ম্যাচটিতেই দুই গোলই তিনি করেছেন। কিন্তু টুর্নামেন্টে একটি এসিস্টও তিনি করতে পারেননি।
মাত্র বছর খানেক আগে টোকিও অলিম্পিকে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছিলেন মিড। সে কারনেই এবারের ইউরোতে তার এই অসাধারণ সাফল্য সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এ সম্পর্কে বিবিসি স্পোর্টসকে মিড বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছিনা। কখনো ফুটবল তোমাকে একেবারে নীচে নামিয়ে ফেলে, কিন্তু এর থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে হয়। আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। এই দলটি নিয়ে আমি সত্যিই গর্বিত। এই দলটিকে এবং একইসাথে এই দেশকে আমি অনেক ভালবাসি।’
টুর্ণামেন্টের সেরা তরুন খেলোয়াড় মনোনীত হয়েছেন জার্মানীর ২০ বছর বয়সী মিডফিল্ডার লিনা ওবারডর্ফ।


এ বিভাগের অন্যান্য সংবাদ