শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ব্যবহার করতো আমলাদের মধ্যে এখনও ভারতের দোসর আছে: মাহমুদুর রহমান ভুল তথ্যের ভিত্তিতে গড়ে ওঠে আর্থিক কাঠামো আমুর আইনজীবীকে মারধর করা হয়নি: পিপি ফারুকী চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান বাইডেনের ভারতে রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আমদানিতে নিষেধাজ্ঞা উঠল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন নবি অস্ট্রেলিয়ার সামনে অন্য পাকিস্তান আজ মেঘ মেঘ করবে, কাল হতে পারে বৃষ্টি টানা দ্বিতীয়বার ফ্রান্সের স্কোয়াডে রাখা হয়নি এমবাপ্পেকে বাংলাদেশ-ভারত টেস্টের জন্য ডিমেরিট পয়েন্ট পেল কানপুর একদিনেই হিলি স্থলবন্দর দিয়ে ১৮শ’ টন আলু আমদানি আমদানি বাড়ায় সবজির দাম কমেছে

ইউরো আয়োজনের নিলাম থেকে সরাসরি নিষিদ্ধ রাশিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৬, ২০২২

ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়া উপর নেমে আসছে একের পর এক নিষেধাজ্ঞা। সরাসরি যুদ্ধে না জড়ালেও অর্থনৈতিকভাবে কাবু করতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্রীড়া জগতের বিভিন্ন সেক্টর থেকেও ইতোমধ্যে নিষেধাজ্ঞা পেয়েছে দেশটি। তবে এবার রাশিয়ার উপর কঠোর অবস্থানে গেল ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক উয়েফা। এবার দেশটিকে ২০২৮ এবং ২০৩২ সালের ইউরো আয়োজনের নিলাম থেকে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি উয়েফা এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উয়েফার কার্যনির্বাহী কমিটি ‌‘উয়েফা ইউরো ২০২৮ এবং ২০৩২’ আসরে আয়োজক হতে রাশিয়ার ফুটবল ইউনিয়নের (এফইউআর) জমা দেয়া বিড অযোগ্য বলে ঘোষণা করেছে। এর ফলে উয়েফা ইউরোর এই দুই আসরের আয়োজক হওয়ার নিলামে রাশিয়ার অংশগ্রহণ থাকছে না।

বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘উয়েফা নির্বাহী কমিটি ঘোষণা দিচ্ছে যে, ফুটবল ইউনিয়ন অব রাশিয়া ২০২৮ এবং ২০৩২ সালের ইউরো আয়োজনের জন্য যে আবেদন জমা দিয়েছিল, এখন আর তার কোনো কার্যকরিতা নেই। বিড রেগুলেশনের ১৬.০২ আর্টিকেল অনুসারে তারা এ আয়োজনের বিডিংয়ে অংশ নেয়ার যোগ্যতা রাখে না।’

উয়েফা শুধু আয়োজক নিলামে অংশগ্রহণ থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেনি, রাশিয়ার সব দলকেই ইউরোপিয়ান সর্বস্তরের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নারীদের ইউরো এবং আগামী মৌসুমের ক্লাব টুর্নামেন্টও রয়েছে।

এর আগে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকেও রাশিয়াকে বাদ দেয়া হয়েছে। এবার ইউরো আয়োজনে রাশিয়াকে বাদ দেয়ায় ২০২৮ ও ২০৩২ সালের নিলামে তুরস্ক এবং যৌথভাবে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ডের জন্য পথ অনেকটাই প্রশস্ত হয়ে গেল।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে পুতিন শাসিত রাশিয়া। এর পর থেকেই নানাভাবে দেশটিকে নিষেধাজ্ঞার বেড়াজালে আবদ্ধ করা হচ্ছে। সর্বশেষ ইউরোপের সবধরনের প্রতিযোগিতায় রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আগামী মৌসুমে রাশিয়ার কোনো ক্লাব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগে অংশ নিতে পারবে না।


এ বিভাগের অন্যান্য সংবাদ