ইতালির মিলানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন আর্সেনাল ফুটবল ক্লাবের ডিফেন্ডার পাবলো মারি। এ হামলার ঘটনায় নিহত হয়েছেন ৩০ বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) সন্ধ্যায় মিলান শহরের আসাগোর মিলানোফিওরি শপিং সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
নিহত ব্যক্তি শপিংমলে একটি দোকানে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া এতে আরও চার জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে স্থানীয় প্রশাসনের বরাতে বিবিসি জানিয়েছে, অন্য আহতদের সাথে আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই শপিংমলে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে কিছু পণ্য চুরির অভিযোগ উঠে। এ ঘটনায় ক্ষোভে তিনি এই হামলা চালিয়েছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে।
এদিকে এক প্রতিবেদনে আর্সেনাল ফুটবল ক্লাব জানিয়েছে,‘ইতালিতে ছুরিকাঘাতের ভয়ঙ্কর খবর শুনে আমরা সবাই হতবাক। এ ঘটনায় আমাদের সেন্টারব্যাক পাবলো মারিসহ অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।’