ইথিওপিয়ার গৃহযুদ্ধ অবসানে দেশটির সরকার ও টাইগ্রে বিদ্রোহীদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে। এতে দু’পক্ষই তাদের দ্বন্দ্ব থামাতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, আফ্রিকান ইউনিয়ন (এউ) এটিকে একটি নতুন “ভোর” বলে অভিহিত করেছে। ইথিওপিয়ান সরকার এবং টাইগ্রায়ান বাহিনীর মধ্যে চুক্তির ফলে ত্রাণ বিতরণ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া উচিত। যদিও এটি একটি বড় অগ্রগতি, এটি কিছুটা সতর্কতার সাথে গ্রহণ করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর টাইগ্রে অঞ্চলের প্রায় ৯০% মানুষের খাদ্য সহায়তা প্রয়োাজন। এ অঞ্চলের প্রায় এক তৃতীয়াংশ শিশু অপুষ্টিতে ভুগছে। সংঘাতে এটিই প্রথম যুদ্ধবিরতি নয়। গত আগস্টে উভয় পক্ষের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কয়েক মাস পরেই তারা চুক্তি লঙ্ঘন করেছিল।
এবার অবশ্য চুক্তি আরও এগিয়েছে। ইথিওপিয়ার সরকারী কর্মকর্তা এবং টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এর প্রতিনিধিরা একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনা এবং সাহায্য সরবরাহসহ গুরুত্বপূর্ণ পরিষেবা পুনরুদ্ধারে স্বাক্ষর করেছেন।