মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগ দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের মেসি ছাড়াই খেলতে নামবে আর্জেন্টিনা? ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরির ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান আদালত চাইলে ডিএনএ ছাড়াই ধর্ষণের বিচার করতে পারবে: আইন উপদেষ্টা বাংলাদেশ নিয়ে তুলসি গ্যাবার্ড যা বললেন প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই: ইসি সানাউল্লাহ ইনশাআল্লাহ আমরা উইন করমু: হামজা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল জাতীয় পার্টি জাতীয় বেইমান : ফারুক ‘পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না’ ভ্যাকসিন আমদানিতে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মন্ত্রী শাহজাহান খানের ৪ দিনের রিমান্ড নিজ বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

‘ইনসাফ ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে জামায়াত ইসলামীর বিকল্প নেই’

অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ৪, ২০২৫
আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি আক্রোশের শিকার: জামায়াত আমির

ইনসাফ ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা শাখার কর্মী সম্মেলনে একথা বলেন তিনি।

আজ (শনিবার, ৪ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কলেজ মাঠে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা।

তিনি বলেন, ‘ইনসাফ ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই।’

তিনি বলেন, আমাদের ৩৫ হাজারের মতো সন্তান জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে, ৫শ’ ওপরে দুটি চোখ হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে। মায়ের মুখটা সন্তানের মুখ কিংবা প্রিয়তম স্ত্রীর মুখটাও আর চােখে দেখতে পারবে না। অনেকের পিঠে গুলি রেখে কয়েক’শ সন্তানের মেরুদণ্ড অকেজো হয়ে গেছে। কয়েক হাজার হয় হাত নয়তোবা পা হারিয়েছে। এতোগুলো মানুষের লাল সঙ্গে রক্তের গাদ্দারী করা চলবে না। এ রক্তের আমানত রক্ষা করতে হবে এবং সম্মান দেখাতে হবে।

আমাদের দল দখলবাজি-চাঁদাবাজি করে না উল্লেখ করে জামায়োতের এই আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। দেশে দখলবাজি ও চাঁদাবাজি চলবে না। দখলবাজ, চাঁদাবাজমুক্ত দেশ গড়তে নেতা-কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমাদের দল দখলবাজি-চাঁদাবাজি করে না।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শামীম সাঈদী, জামায়াতের মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আমীর মওলানা আবুল হাশেম। সকাল নয়টা থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এর আগে, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির।


এ বিভাগের অন্যান্য সংবাদ