য়্যুভেন্তাসের প্রায় দ্বিগুণ আক্রমণ চালিয়েও জালে বল জড়াতে ব্যর্থ ইন্টার মিলানের ফরোয়ার্ডরা। অন্যদিকে তিনবার গোলমুখে শট নিয়ে দুইবারই সফল য়্যুভেন্তাস।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে রবিবার (৬ নভেম্বর) রাতে সিরি’আর ম্যাচটি ২-০ গোলে জিতেছে অ্যালেগ্রির শিষ্যরা।
ম্যাচের ৫২ মিনিটে আদ্রিয়ান রাবিওত দলকে লিড এনে দেয়ার পর ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলো ফাগিওলি।
ম্যাচের শুরু থেকেই একাধিক সুযোগ নষ্ট করে চ্যাম্পিয়ন্সলিগের শেষ ষোলোয় জায়গা করে নেওয়া ইন্টার। পঞ্চম মিনিটে ডি বক্সের ভিতরে থেকে নেওয়া লাউতারো মার্টিনেজের জোরালো শটটি থাকেনি লক্ষ্যে। ২৬ মিনিটে কর্নার থেকে আসা বল গোলপোস্টের খুব কাছে থেকে ডিজেকোর নেয়া হেড জাল ভেদ করতে পারেনি।
বিরতির আগে আরেকটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া করেন ডামফ্রাইস। ডানপ্রান্ত থেকে এমখিতারিয়ানের বাড়ানো পাস, গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি ডামফ্রাইস। বল উড়িয়ে মারেন পোস্টের উপর দিয়ে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া য়্যুভেন্তাস এদিন ঘরের মাঠে প্রথমার্ধে ছিল বেশ নিষ্প্রভ।
বিরতির পর ডি বক্সের বাইরে থেকে হাকান কালহানোগলুর জোরালো শট ফিরিয়ে দিয়ে ইন্টারকে আরও একবার হতাশায় ডোবান য়্যুভেন্তাস গোলরক্ষক। ইন্টার যখন একের পর এক গোল হাতছাড়া করে যাচ্ছিল, তখন প্রথম সুযোগ পেয়েই বল জালে পাঠায় য়ুভেন্তাসের আদ্রিয়ান। ৫২ মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে উঠে কসতিচ ডি বক্সে পাস দেন আদ্রিয়ানের উদ্দেশে। আলতো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
৬২ মিনিটে কর্নারে দারুণ ভলিতে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করার উল্লাসে মাতেন দানিলো। তবে ভিএআরে গোলটি বাতিল করে দেন রেফারি। গোলের উদ্দেশে শট নেওয়ার সময় বলটি তার হাত স্পর্শ করে যায়। এর ১০ মিনিট পর কালহানোগলুর শট ঠেকান দানিলো। দুই মিনিট পর মার্টিনেজের শট ঠেকান স্ট্যাসনি। ইন্টারের ফুটবলারের গোল মিসের মহড়ায় ম্যাচের ৭৬ মিনিট ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলছিল য়্যুভেন্তাস। তবে কসতিচের জোরালো নিচু শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।
৮১ মিনিটে বদলি নামেন পেশির চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ৮৪ মিনিটে কসতিচ বক্সে ঢুকেপাস দেন অন্য পাশে নিকোলো ফাগিওলিকে। ইতালিয়ান এই মিডফিল্ডারের জোরালো শট ইন্টারের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত লিড ধরে রেখে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে য়্যুভেন্তাস।
এই জয়ে পয়েন্ট টেবিলে আট থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে য়্যুভেন্তাস। ১৩ ম্যাচে ৭ জয়ে তাদের ২৫ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে ইন্টার।