ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহাম্মদ সালাহ ও ফন ডাইকের গোলে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। বুধবার রাতের এই জয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরেও উঠে এসেছে দলটি।
এবারের মৌসুমে শুরু থেকে ধুকতে থাকা লিভারপুল গতরাতেও শুরুটা বলার মতো করতে পারেনি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্য বারবারই তাদের হতাশ করেছে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর ম্যাচের ৬৬তম মিনিটে গোল করে দলকে আনন্দে ভাসান ডারউইন নুনিয়েজ।
তবে উরুগুয়াইন তারকার গোল বাতিল হয়ে যায় ভিআরে। তাতে মনে হচ্ছিল আরেকটি হতাশার রাত কাটবে অল-রেডদের। তবে ম্যাচের ৭৩তম মিনিটে লিভারপুলকে কক্ষপথে ফেরান অধিনায়ক ফন ডাইক। আলেকজান্ডারের ক্রসে দুর্দান্ত এক হেডে গোল করেন।
মিনিট চারেক পরই দ্বিতীয় গোলের দেখা পায় দলটি। এবার লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সালাহ। শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় তারা। এই জয়ে লিভারপুলে ছয় নম্বরে উঠলেও হেরে যাওয়া উলভসের অবস্থান সেই ১৫ নম্বরেই থাকছে। যদিও শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখনো ২১ পয়েন্ট পিছিয়ে আছে ‘অল রেড’রা।