সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

ইমন ঝড়ে ২৭ রানে জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক
আপডেট : মে ১৮, ২০২৫
ইমন ঝড়ে ২৭ রানে জয় টাইগারদের

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। মূলত পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতেই এসেছে জয়। সেই সাথে সাশ্রয়ী বোলিং করেছেন মোস্তাফিজ ও তানজিম সাকিব।

পারভেজ হোসেন ইমন যেনো ওয়ান ম্যান আর্মি। ব্যাট হাতে টাইগার ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম এই বাঁহাতি ওপেনার। ইমন একপ্রান্ত আগলে রাখলেও ফর্মে থাকা তানজিদ তামিমের আউটে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।

ভূমিকা পরিবর্তন করে অধিনায়ক হলেও ব্যাট হাতে আবারো ব্যর্থ লিটন কুমার দাস। ইনিংস লম্বা করতে পারেননি তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক কিংবা শামীম পাটোয়ারীরাও। আর সে কারণেই অনেকের মধ্যে উজ্জ্বল পারভেজ ইমন।

অন্যপ্রান্তে সতীর্থদের যাওয়া আসার মিছিল চললেও সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষপে না করে আরব আমিরাতের বোলারদের উপর আগ্রাসন চালিয়েছেন বাঁহাতি টাইগার ওপেনার ইমন।

ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেয়ার দিনে রীতিমতো নাস্তানাবুদ করেছেন স্বাগতিক আমিরাতের বোলিং ইউনিটকে। ৯ ছয় আর ৫ চারে সাজানো ইনিংসে দলকে দিয়েছেন লড়াই করার মতো স্কোরবোর্ড। ইমন ১০০ রান ছাড়া দলের অন্যান্য ব্যাটারদের সম্মিলিত রান মাত্র ৭১ যেখানে দ্বিতীয় সর্বোচ্চ রান ২১ এসেছে অতিরিক্ত থেকে।

জবাবে ব্যাট করেতে নেমে অবশ্য ইমনের মাইলফলক ছোঁয়ার আনন্দ ম্রিয়মাণ হওয়ার শঙ্কা জেকে বসেছিল টাইগার শিবিরে। ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে আমিরাত অধিনায়ক ওয়াসিমের মারকুটে ব্যাটিংয়ে প্রথম এগারো ওভারেই ১০০ রানের কোটা পার করে স্বাগতিকরা।

তবে কাটার মাস্টার মুস্তাফিজ ও তানজিম সাকিবের মিতব্যয়ী বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ৯ ওভারে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের দল।


এ বিভাগের অন্যান্য সংবাদ