ইমরান খানকে হামলার মিশনে দুইজন জড়িত ছিল বলে পাকিস্তানের পত্রিকা ডনের খবরে বলা হয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত এক হামলাকারী গুলিতে নিহত হয়েছে, আরেকজনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতার হওয়া হামলাকারী জানিয়েছেন তিনি ইমরান খানকে হত্যার চেষ্টা করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আগাম নির্বাচনের দাবিতে হওয়া লংমার্চে বৃহস্পতিবার (৩ নভেম্বর) গুলির ঘটনা ঘটে। তিনি এ ঘটনায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত হয়েছেন পিটিআই দলের এক সমর্থক।
গ্রেফতার ব্যক্তি ইমরান খানের ওপর গুলি চালানোর কারণ জানিয়েছেন। ক্যামেরার সামনে ওই হামলাকারী বলেন, ‘ইমরান মানুষকে বিভ্রান্ত করছিলেন তাই তাকে হত্যা করছে এসেছি।’
হামলাকারী আরও বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করার বিষয়টি আমি সহ্য করতে পারিনি, তাই তাকে খুন করতে এসেছি। আমি তাকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি শুধু ইমরান খানকে খুন করতে চেয়েছি আর অন্য কাউকে হত্যা করতে চাইনি।