শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

ইরানি জেনারেলের ওপর মুহুর্মুহু গুলি, প্রাণ বাঁচালেন দেহরক্ষী

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৪, ২০২২

ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেলের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। তার গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়ে বন্দুকধারীরা।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসীদের গোলাগুলিতে প্রাণে বেঁচে গেছেন ওই জেনারেল। তিনি অক্ষত আছেন। তবে জীবন দিয়ে তার প্রাণ বাঁচিয়েছেন দেহরক্ষী।

দুদিন আগেই সিস্তান-বেলুচিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তারের ঘোষণা দেয় ইরান। এরপরই একই এলাকায় আইআরজিসির জেনারেলকে লক্ষ্য করে হামলা হলো। ধারণা করা হচ্ছে মোসাদই এ হামলার সঙ্গে জড়িত।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্রিগেডিয়ার জেনারেল আলমাসিকে বহন করা গাড়ি লক্ষ্য করে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের বেলুচিস্তান প্রদেশে অনুসন্ধান চৌকিতে হঠাৎ সন্ত্রাসী হামলা চালায় বন্দুকধারী।

এর পর দ্রুত গার্ড কমান্ডারকে নিরাপদে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ । প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় জড়িতদের আটক করেছে নিরাপত্তা বাহিনী।

হামলায় আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসির যে দেহরক্ষী নিহত হয়েছেন তার নাম মাহমুদ আবসালান। তার বাবা জেনারেল পারভিজ আবসালান ওই অঞ্চলটিতে আইআরজিসির একজন কমান্ডার।

হোসেইন আলমাসিও সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির একজন কমান্ডার। প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।


এ বিভাগের অন্যান্য সংবাদ