ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেলের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। তার গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়ে বন্দুকধারীরা।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসীদের গোলাগুলিতে প্রাণে বেঁচে গেছেন ওই জেনারেল। তিনি অক্ষত আছেন। তবে জীবন দিয়ে তার প্রাণ বাঁচিয়েছেন দেহরক্ষী।
দুদিন আগেই সিস্তান-বেলুচিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তারের ঘোষণা দেয় ইরান। এরপরই একই এলাকায় আইআরজিসির জেনারেলকে লক্ষ্য করে হামলা হলো। ধারণা করা হচ্ছে মোসাদই এ হামলার সঙ্গে জড়িত।
প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্রিগেডিয়ার জেনারেল আলমাসিকে বহন করা গাড়ি লক্ষ্য করে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের বেলুচিস্তান প্রদেশে অনুসন্ধান চৌকিতে হঠাৎ সন্ত্রাসী হামলা চালায় বন্দুকধারী।
এর পর দ্রুত গার্ড কমান্ডারকে নিরাপদে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ । প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় জড়িতদের আটক করেছে নিরাপত্তা বাহিনী।
হামলায় আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসির যে দেহরক্ষী নিহত হয়েছেন তার নাম মাহমুদ আবসালান। তার বাবা জেনারেল পারভিজ আবসালান ওই অঞ্চলটিতে আইআরজিসির একজন কমান্ডার।
হোসেইন আলমাসিও সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির একজন কমান্ডার। প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।