ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীতে। স্থানীয় সময় সোমবার (১৭ অক্টোবর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চারবার বড় ধরনের হামলা হয়েছে বলে জানিয়েছে শহরের সামরিক প্রশাসন।
কিয়েভের সামরিক প্রশাসন এক টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছে, হামলায় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।
সোমবার ভোরে ড্রোন হামলায় বিস্ফোরণে কেঁপে উঠে কিয়েভ। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন অনেকে। বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠে। একাধিক বিস্ফোরণের পর সেনা ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
আবাসিক ভবনধসের বেশ কিছু ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো। সোমবারে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কামিকাজে ড্রোন এগিয়ে আসছে কিয়েভের অভ্যন্তরে। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, হামলা এখনও চলছে। ড্রোন দক্ষিণ ও পূর্ব দিক থেকে কিয়েভের দিকে এসেছে। সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন।
ইউক্রেনজুড়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়তে থাকায় পশ্চিমাদেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে কিয়েভ। কয়েকদিন আগে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এটিই বড় ধরনের আক্রমণ। সূত্র: সিএনএন