সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

ইরানের পারমাণবিক স্থাপনে হামলার প্রস্তুতি ইসরায়েলের!

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : মে ২১, ২০২৫
ইরানের পারমাণবিক স্থাপনে হামলার প্রস্তুতি ইসরায়েলের!

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নাম প্রকাশের অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইরান যদি পরমাণু গবেষণার ব্যাপারে পিছু না হটে, তাহলে ইসরায়েলি হামলার শঙ্কা আরও বাড়তে পারে। তবে ইরানে হামলার জন্য ইসরায়েল এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

এ দিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইরানে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্যের ব্যাপারে মন্তব্য জানতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

এ ছাড়া ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেই কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ও এ ব্যপারে মন্তব্য করতে রাজি হয়নি।

একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরেনিয়াম অপসারণের চুক্তিতে না পৌঁছায়, তাহলে হামলা শঙ্কা বাড়বে।

সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইসরায়েলের উচ্চপর্যায়ের নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বক্তব্য, ইসরায়েলের সামরিক যোগাযোগে গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করেছেন।

মার্কিন গোয়েন্দাদের দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইসরায়েলে সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে। এর মধ্যে রয়েছে—বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো এবং সাম্প্রতিক একটি বিমান মহড়া সম্পন্ন করা। আর এ ধরনের কার্যক্রম বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দেয় ইসরায়েল।


এ বিভাগের অন্যান্য সংবাদ