ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচর গ্রেফতার

- আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ২১ জুন ২০২৫ ০ বার পড়া হয়েছে
ইরানের খুজেস্তান প্রসিকিউটর অফিস শুক্রবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে জানিয়েছে, ওই ব্যক্তিরা শত্রুদের সমর্থন, তথ্য সংগ্রহ, শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রচারণা চালানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা এবং সমাজের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে মিথ্যা ও গুজব ছড়ানোর সাথে জড়িত ছিল।
১৩ জুন ইসরায়েল সামরিক ও পরমাণু স্থাপনাসহ ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালালে তেহরান পাল্টা হামলা চালায়।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত ও ১৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।