জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।
বৃহস্পতিবার টুইটারের মালিকানা কিনতে প্রস্তাব দেন টেসলা প্রধান ইলন মাস্ক। তার দেয়া প্রস্তাব আদৌ সফল হবে কিনা তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি।
তবে কোন প্রস্তাবেই টুইটার জিম্মি হবেনা বলে পাল্টা মন্তব্য করেছেন পরাগ। রয়টার্স জানায়, টুইটার কিনতে চার হাজার ১শ কোটি মার্কিন ডলার খরচ করতেও রাজি মাস্ক।টুইটারের প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যা সোশ্যাল মিডিয়া জায়ান্টটির গত ১ এপ্রিলের শেয়ারদরের তুলনায় অন্তত ৩৮ শতাংশ বেশি।
এর আগেও টুইটারের নয় শতাংশ শেয়ার কেনার মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন ইলন মাস্ক।
এছাড়া টুইটারের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার একটি প্রস্তাবও ফিরিয়ে দেন টেসলা প্রধান মাস্ক। তখন থেকেই বিশ্লেষকদের ধারণা ছিল শীর্ষ ধনী মাস্ক হয়তো টুইটারে আরও বড় কোনো পদ চান।