মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ২৮, ২০২৪
ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট

ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এনিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। এছাড়া আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে হাইকোর্টের আশা, দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ থেকে আসা এসব মন্তব্যের কথা গণমাধ্যমকে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।

ইসকনের ঘটনায় তিন মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এরপরই ইসকন ইস্যুতে সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট।

হাইকোর্ট থেকে আরও বলা হয়, সরকার যেন তাদের তৎপরতা জারি রাখে। ইসকন নিষিদ্ধ ইস্যুতে আরও বলেন, রাষ্ট্র যেহেতু ইসকন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে, তাই এখনই এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করছে না।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) ‘ইসকন’ কী ধরনের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কি না, কারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা জানতে চান হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে এ তথ্য আদালতে জানাতে বলা হয়।

এর আগে, একইদিনে ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী মো. মনির উদ্দিন।


এ বিভাগের অন্যান্য সংবাদ