অধিকৃত পশ্চিমতীরের জেনিনে ইসরাইলের বিশেষ সেনা অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এসময় ইসরাইলের আন্ডারকভার ইউনিট বেসামরিকের বেশে এই অভিযানে অংশ নেয়।
হামলায় ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি সামরিক বাহিনী। এই ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময় আগে আরেক অভিযানে আরও ছয়জন নিহত হয়েছে।