মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অবশেষে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৭ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ৮ নভেম্বর ঢাকায় বৃহত্তর র‍্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬ ‘৭২-এ নিজেদের লেখা সংবিধান আওয়ামী লীগই বেশি লঙ্ঘন করেছে’ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি, সঙ্গে যাচ্ছেন ১৬ জন খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সেন্ট মার্টিন নিয়ে নেতিবাচক প্রচার চলছে: পরিবেশ উপদেষ্টা বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা এসএসএফের অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে! নির্বাচনে হারলে কী করবেন ট্রাম্প? কানাডায় মন্দিরে হামলা, কী বললেন ট্রুডো? ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ১০ জনের মৃত্যু

ইসরাইলি রাষ্ট্রদূতের মন্তব্য উসকানিমূলক ও অগ্রহণযোগ্য: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৬, ২০২৪
ইসরাইলি রাষ্ট্রদূতের মন্তব্য উসকানিমূলক ও অগ্রহণযোগ্য: রাশিয়া

রাশিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত সিমোনা হালপেরিন দীর্ঘ সাক্ষাৎকারে মস্কোর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তাকে উসকানিমূলক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার কোমেরসান্ত পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ইসরাইলি রাষ্ট্রদূত বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি রাশিয়ার সরকারি ছুটির তালিকায় আন্তর্জাতিক হলোকাস্ট স্মৃতি দিবস না রাখার সমালোচনা করেছেন। ইসরাইলি রাষ্ট্রদূত দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একমাত্র ইহুদি জনগোষ্ঠীকে লক্ষ্য করে নাৎসীবাহিনী গণহত্যা চালায়।

এর পাশাপাশি হালপেরিন দাবি করেন, রাশিয়া হামাস সদস্যদের আতিথেয়তা করেছে যাদেরকে “মস্কোতে অভ্যর্থনা জানানো ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।”

রোববার ইসরাইলি রাষ্ট্রদূতের এই সাক্ষাৎকার প্রকাশ করেছে কোমেরসান্ত। এসব অভিযোগের নিন্দা ও সমালোচনা করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তার বক্তব্য ঐতিহাসিক বাস্তবতা এবং রাশিয়ার পররাষ্ট্রনীতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্ট করে বলেছে, আন্তর্জাতিক সমস্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য তথ্য ও দলিল প্রমাণ থেকে পরিষ্কার যে, শুধুমাত্র ইহুদি জনগোষ্ঠীকে লক্ষ্য করে নাৎসি বাহিনী গণহত্যা চালায়নি বরং সে সময় বিভিন্ন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে এই গণহত্যা পরিচালিত হয়েছে। ইসরাইলের রাষ্ট্রদূত হলোকাস্ট নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা মোটেই সঠিক নয়।

এছাড়া হামাস নেতাদের অভ্যর্থনা জানানো এবং তাদের সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের আলোচনার বিষয়ে হালপেরিনের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলি নাগরিকদের চার মাস পরেও মুক্তি না দেয়ার ঘটনা উল্লেখ করে সিমোনা হালপেরিন যে ক্ষোভ প্রকাশ করেছেন সে প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বন্দীত্বের দুই মাস পর যেসব ব্যক্তি মুক্তি পেয়েছে তাদের মুক্তির ব্যাপারে রাশিয়া হামাসের সাথে কতটা যোগাযোগ করেছিল সে বিষয়ে ইসরাইলি রাষ্ট্রদূতের জানা উচিত। এছাড়া, এসব ব্যক্তি এখনো কেন হামাসের হাতে আটক রয়েছে সে বিষয়ে হেলপেরিনের উচিত তার সরকারকে জিজ্ঞেস করা। পার্সটুডে


এ বিভাগের অন্যান্য সংবাদ