বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনাবাহিনী কী কী করতে পারবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয় প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

ইসরাইলে নজিরবিহীন হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : আগস্ট ১১, ২০২৪
ইসরাইলে নজিরবিহীন হামলা হিজবুল্লাহর

দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ। এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সংগঠনটি। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব।

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের ফিল্ড কমান্ডার সামের আল-হাজ হত্যাকাণ্ডের জেরে হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালায়। এই হামলার একদিন আগে লেবাননের সিডন শহরে ইসরাইলি হামলায় নিহত হন আল-হাজ।

হিজবুল্লাহর বরাতে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শনিবার উত্তর ইসরাইলের সাফাদ শহরের কাছে মিচভে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায়।

এই ঘাঁটিকে ইসরাইলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া, এই ঘাঁটি থেকে জরুরিভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী।

হিজবুল্লাহ বলছে, ঘাঁটিতে অবস্থানরত ইসরাইলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের ওপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে।

হামলা চালাতে ঠিক কতোগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করে জানায়নি সংগঠনটি। তবে বরাবরের মতো হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও মুখ খোলেনি নেতানিয়াহু সরকার।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ