দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ। এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সংগঠনটি। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব।
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের ফিল্ড কমান্ডার সামের আল-হাজ হত্যাকাণ্ডের জেরে হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালায়। এই হামলার একদিন আগে লেবাননের সিডন শহরে ইসরাইলি হামলায় নিহত হন আল-হাজ।
হিজবুল্লাহর বরাতে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শনিবার উত্তর ইসরাইলের সাফাদ শহরের কাছে মিচভে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায়।
এই ঘাঁটিকে ইসরাইলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া, এই ঘাঁটি থেকে জরুরিভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী।
হিজবুল্লাহ বলছে, ঘাঁটিতে অবস্থানরত ইসরাইলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের ওপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে।
হামলা চালাতে ঠিক কতোগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করে জানায়নি সংগঠনটি। তবে বরাবরের মতো হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও মুখ খোলেনি নেতানিয়াহু সরকার।
এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে।